• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনগণ জঙ্গিদের অভয়ারণ্য সৃষ্টিকারীদের চায় না: নানক


ঢাবি প্রতিনিধি জুলাই ১৭, ২০১৭, ১১:৫৭ এএম
জনগণ জঙ্গিদের অভয়ারণ্য সৃষ্টিকারীদের চায় না: নানক

ঢাকা: ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে জঙ্গিদের অভয়ারণ্য সৃষ্টি এবং দেশকে রক্তাক্ত মরু প্রান্তর সৃষ্টিকারীদের শাসনামলে বাংলাদেশের জনগণ ফিরতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

রোববার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে “দেশরত্ন শেখ হাসিনার কারা অন্তরীণ ও গণতন্ত্র অবরুদ্ধ দিবস” উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘২০০১ সালের নির্বাচনের মাধ্যমে একটি অসাড় সরকার এদেশের ক্ষমতায় এসেছিল। তারা ক্ষমতায় এসে নৌকায় ভোট দেয়ার অপরাধে মানুষের ঘর-বাড়িতে আগুন দিয়েছিল। ৭১’র পাকিস্তানী সেনাদের মত হিন্দুদের বাড়িতে লুটপাট করেছিল। মায়ের সামনে মেয়েকে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করেছিল।’

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন, এইচ এম বদিউজ্জামান সোহাগ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা।

ড. আখতারুজ্জামান বলেন, ‘এক-এগারোর সময় সামরিক শাসকদের কারাগার থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুক্তি ছিল এ দেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট। তিনি কারান্তরীণ থেকেও নেতা-কর্মীদের নির্বাচনে অংশগ্রহণের নির্দেশ দিয়েছিলেন। যা গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার গুরুত্বপূর্ণ অধ্যায়। তাছাড়া শেখ হাসিনা কারাগার থেকে মুক্তির পর খালেদা জিয়ার মুক্তি কামনা করেছিলেন। যা গণতন্ত্র চর্চায় ভিন্ন মতের প্রতি সহনশীলতার গুরুত্বপূর্ণ অধ্যায়।’

সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, ‘যখন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল। এর বিরুদ্ধে সর্বপ্রথম গর্জে উঠেছিল বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সে দুঃসময়ে মাঠে নেমেছিল। ছাত্রলীগের সেই সময়ের আন্দোলনের কারণেই স্বৈরশাসক সরকার প্রিয় নেত্রীকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল।’

বদিউজ্জামান সোহাগ বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া লন্ডনে গিয়েছেন ষড়যন্ত্র করার জন্য। বাংলাদেশ ছাত্রলীগ তার এই ষড়যন্ত্র রুখে দিয়ে মাননীয় নেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু বলেন, ‘ফখরুদ্দীন সরকারের স্বৈর শাসনামলে প্রিয় নেত্রীকে গ্রেপ্তারের পর বাংলাদেশ ছাত্রলীগ শত শত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শাহবাগে মিছিল করেছিল। যা আন্তর্জাতিক মিডিয়ার কারণে সারা বিশ্ব দেখেছিল।’

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন প্রিন্স।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!