• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জরুরি হেল্প লাইন ৯৯৯ নম্বর চালু


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১২, ২০১৭, ০৬:৪৩ পিএম
জরুরি হেল্প লাইন ৯৯৯ নম্বর চালু

ঢাকা: জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশি সেবা দিতে ‘৯৯৯’ নম্বরের যাত্রা শুরু হয়েছে। এই নম্বরে ফোন করলেই সেবাগুলো পাওয়া যাবে। ফোন দিতে কোনো চার্জ কাটা হবে না। আবার মোবাইল ফোনে টাকা না থাকলেও কল করা যাবে।

মঙ্গলবার(১২ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় রাজধানীর আবদুল গণি রোডের পুলিশ কন্ট্রোল রুমে এ সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এ সময় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানা খাঁন কামাল, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক, পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এখন থেকে ‘৯৯৯’ নম্বরে ডায়াল করলেই মিলবে ওই তিনটা সেবা। পুলিশের সাহায্যের পাশাপাশি ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়া হবে। যে কোন মোবাইল ও ল্যান্ডফোন থেকে সম্পূর্ণ টোল-ফ্রি কল করে বাংলাদেশের যে কোনও প্রান্ত থেকে এই সেবা নেয়া যাবে।

পর্যায়ক্রমে এ সেবার পরিধি আরও বাড়ানো হবে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!