• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাইকা প্রধানের ঢাকা সফর ৬ আগস্ট


নিউজ ডেস্ক জুলাই ২২, ২০১৬, ০৬:১৮ পিএম
জাইকা প্রধানের ঢাকা সফর ৬ আগস্ট

ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় ৭ জাপানি নিহতের ঘটনায় পরিস্থিতি পর্যালোচনা করতে আগস্টে বাংলাদেশ সফরে আসছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা।

আগামী ৬ ও ৭ আগস্ট তিনি ঢাকা সফর করবেন বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, সম্প্রতি জাইকার কোনো প্রেসিডেন্টের এটিই হবে প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশে উন্নয়নের অংশ নেয়ায় জাইকার অঙ্গীকারের একটি অংশ এ সফর।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ওই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা। এসব আলোচনার মধ্যে শীর্ষে থাকবে নিরাপত্তার বিষয়। বাংলাদেশে অবস্থানরত জাইকার কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন সংগঠনটির প্রেসিডেন্ট।

গত ১ জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় ৭ জাপানি নাগরিক নিহত হন। আরও একজন আহত হন। ওই ৮ জাপানি নাগরিক জাইকার বিভিন্ন জরিপ প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করতেন। ওই সময় তাঁদের কাজ ছিল ঢাকার যানবাহন চলাচলের উন্নয়নে অবকাঠোমো প্রকল্পের জরিপে সহায়তা।

এর আগে গত বছর অক্টোবরে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের রংপুরে সন্ত্রাসী হামলায় কুনি হোসিও নামে এক জাপানি নাগরিক নিহত হন। এর পর থেকেই বাংলাদেশ সরকার নিরাপত্তা জোরদার করে। একই সঙ্গে জাইকার পক্ষ থেকে তাদের সব কর্মকর্তাকে সতর্ক করা হয়।

গুলশান হামলার পর গত ৬ জুলাই জাইকার প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, সংগঠনের কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়কেই তারা সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। বিশ্বজুড়ে জাইকার কর্মকাণ্ড চলা স্থানগুলোর নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!