• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রজতজয়ন্তী উপলক্ষে বর্ণিল আয়োজন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৯, ২০১৭, ০৪:২৪ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ে রজতজয়ন্তী উপলক্ষে বর্ণিল আয়োজন

ঢাকা: ১৯৯২ সালের ২১শে অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর। বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী পালনের লক্ষ্যে গাজীপুর ক্যাম্পাসসহ সারাদেশের ২২৪৯টি অধিভুক্ত কলেজে তিনদিনের অনুষ্ঠানমালা গ্রহণ করা হয়েছে।

২১শে অক্টোবর ২০১৭

সকাল ১০ টায় ২২৪৯টি কলেজে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’ এ অভিন্ন ব্যানারে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের আনন্দ শোভাযাত্রা। উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এ দিন সকাল ১০টায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে আনন্দ শোভাযাত্রায় যোগ দেবেন।

২৫শে অক্টোবর ২০১৭

সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এডভোকেট রহমত আলী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এবং সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি উপস্থিত থাকবেন। 

সকাল ১১.০৫ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সড়কে রজতজয়ন্তীর শোভাযাত্রা, ১১.৩০ টায় ডক্যুমেন্টারি প্রদর্শন, ১১:৪০ উদ্বোধনী দিবসের আলোচনা সভা, বেলা ১:০০ টায় স্মৃতিচারণ।

২৬শে অক্টোবর ২০১৭

সকাল ১০ টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি এবং প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সকাল ১০:০৫ টায় ডক্যুমেন্টারি প্রদর্শন, ১০:১৫ টায় আলোচনা সভা, বিকেল ২:৩০ টায় স্মৃতিচারণ, ৩:৩০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৫ ও ২৬ তারিখের কেন্দ্রীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!