• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাবিতে ভূগোল ও পরিবেশ বিভাগের পুনর্মিলনী


জাবি প্রতিনিধি সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৭:৪৬ পিএম
জাবিতে ভূগোল ও পরিবেশ বিভাগের পুনর্মিলনী

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অ্যালামনাই অ্যসোসিয়েশনের উদ্যোগে পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ক্যাম্পাসের টারজান পয়েন্টে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি রুপে যে খ্যাতি লাভ করেছে তা বনায়নের মাধ্যমেই সম্ভব হয়েছে। আমরা বৃক্ষরোপণের এর ধারাবাহিকতা বজায় রাখবো।’

এসময় বিভাগের এক থেকে ৪৬ ব্যাচ পর্যন্ত প্রতিটি ব্যাচ ফুল, ফলদ ও বৃক্ষসহ একটি করে গাছ লাগায়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ছাড়াও আয়োজক কমিটির আহ্বায়ক ড. মেজবাহ উদ্দিন তুহিন, বিভাগের সভাপতি অধ্যাপক শাহেদুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেলে ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এক স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিভাগের শিক্ষক অধ্যাপক শেখ মো. মনজুরুল হককে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিযুক্ত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!