• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাবির ৪০ ব্যাচের রিনাদের রাণী জারীন


জাবি প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০৫:৩২ পিএম
জাবির ৪০ ব্যাচের রিনাদের রাণী জারীন

জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের (র‌্যাগ-৪০) রাজা মাহবুবুল আলম রিনাদ ও রাণী জারিন তাসনিম প্রতীতি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এলতেফাত হোসাইন। নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে রাজা ও রানীপদে মোট ৯১৪টি করে ভোট পড়েছে হয়েছে।

এতে রাজা পদে সর্বোচ্চ ৫১৭ ভোট পেয়ে ফার্মেসি বিভাগের মাহবুবুল আলম রিনাদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইমরান হোসাইন ৩৮৩ ভোট পায়।

অন্যদিকে রানী পদে সর্বোচ্চ ৫৪৩ ভোট পেয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের জারিন তাসনিম প্রতীতি রাণী নির্বাচিত হয়েছেন। জারিনের অপর প্রতিদ্বন্দ্বী কাজী সায়েমা বানু পায় ৩৫৭ ভোট।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!