• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ড. কামালের কাছে যাওয়ার কারণ জানালেন ফখরুল


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৮, ২০১৮, ০৪:০২ পিএম
ড. কামালের কাছে যাওয়ার কারণ জানালেন ফখরুল

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন আইনি পরামর্শ নেওয়ার জন্য তিনি আইন বিশেষজ্ঞ ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের কাছে গিয়েছিলেন। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশে একটি মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। আমরা সেই বিষয়ে আইনি পরামর্শ নেওয়ার জন্য বাংলাদেশের প্রথিতযশা আইনজীবী ড. কামাল হোসেনের কাছে গিয়েছিলাম। সঙ্গে ছিলেন আমাদের আইনজীবীরা।’

মির্জা ফখরুল বলেন, বৈঠকে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীও উপস্থিত ছিলেন। আমরা তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছিলাম।

তিনি আরও বলেন, ‘‘মামলার রায় দেওয়ার সময় ড. কামাল হোসেন দেশে ছিলেন না। তিনি সবকিছু জানতে চেয়েছেন আমাদের কাছে। খালেদা জিয়ার আইনজীবী রেজাক খান তাকে ব্রিফ করেছেন। রায়ের কপিও তাকে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, ‘এটা তো অনেক বড়, পড়ে আমরা মন্তব্য জানাবো এবং পরামর্শ দেবো।’ এটাই তিনি কয়েকটি পত্রিকার রিপোর্টারদের বলেছেন। কিন্তু একটি জাতীয় দৈনিক লেখা হয়েছে, তিনি নাকি আমাদের পত্যাখান করেছেন।  এ তথ্য সত্য নয়।’’

বিএনপির মহাসচিব বলেন, ‘‘আমার অনুরোধ থাকবে সাংবাদিকরা যখন এসব বিষয় নিয়ে লিখবেন তখন আমাদের সঙ্গে কথা বলবেন। তাহলে আর ভুল বোঝাবুঝি হবে না। কামাল হোসেন আমাদের অনুরোধ ফিরিয়ে দিয়েছেন এ তথ্য সত্য নয়। তিনি বরং উষ্মাপ্রকাশ করে বলেছেন, ‘এ ধরণের মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া তার পছন্দ হয়নি।’’

ওই বৈঠকে ড. কামাল হোসেনের সঙ্গে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান মির্জা ফখরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন- দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, সহদফতর সম্পাদক বেলাল আহমদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!