• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ডিলিট’ করলেও মুছে যায় না হোয়াটসঅ্যাপ চ্যাট


বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক আগস্ট ২, ২০১৬, ০৬:১৬ পিএম
‘ডিলিট’ করলেও মুছে যায় না হোয়াটসঅ্যাপ চ্যাট

হোয়াটসঅ্যাপে অপ্রয়োজনীয় চ্যাট আমরা অনেক সময়ই ডিলিট করে থাকি। তবে সে চ্যাট নাকি আদৌ মুছা যায় না কখনো। শুধুমাত্র আপনার চ্যাট বক্স ফাঁকা হয় মাত্র।

নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন ওঠায় মাস খানেক আগেই এন্ড টু এন্ড এনক্রিপসন চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই প্রযুক্তিতে কোনো ব্যক্তি যাঁকে মেসেজ পাঠাচ্ছেন বা যে গ্রুপে মেসেজ পাঠাচ্ছেন, সেই মেসেজ দুই ব্যক্তি বা গ্রুপের ব্যক্তিরা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি দেখতে পাবেন না। এমনকি দেশের সরকারও না। সম্প্রতি জানা গেছে, হোয়াটসঅ্যাপে কোনো চ্যাট-ই আসলে ডিলিট হয় না। গ্রাহক ডিলিট করলেও।

প্রযুক্তিবিদ জনাথন জিয়ার্স্কির দাবি, হোয়াটসঅ্যাপ-এর নতুন ভার্সনে আপনি চ্যাট ডিলিট করে দিলেও সব চ্যাট-ই চাইলে যে কোনো ফরেনসিক ট্রায়ালে প্রয়োজন হলে পাওয়া যাবে। অর্থাৎ এনক্রিপসন সরিয়ে দিতে বেশি কিছু করতে হবে না। তাঁর কথায়, ‘আপনি যদি আজ পর্যন্ত হোয়াটসঅ্যাপ-এ যত চ্যাট করেছেন, সেগুলি সব ডিলিট করে দেন, তাহলেও ডিলিট হয় না। শুধু মাত্র আপনার ডিভাইস থেকে চ্যাটগুলো মুছে যায়।’ একমাত্র হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দিলে বা ফোন থেকে চিরতরে মুছে যাবে এই চ্যাটগুলি। সূত্র: কলকাতা

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!