• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবির ‘খ’ ইউনিটে পাসের হার ১৪ শতাংশ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০১৮, ০৪:১৩ পিএম
ঢাবির ‘খ’ ইউনিটে পাসের হার ১৪ শতাংশ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের (খ ইউনিট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট পাসের হার ১৪ শতাংশ।  এই ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিল ৩৩,৮৯৭ জন। আর পাস করেছে ৪ হাজার ৭৪৭ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপস্থিত থেকে এই ফলাফল প্রকাশ করেন।

জানা যায়, পাস করার তালিকায় থাকা প্রথম ৪ হাজার ৭৪৭ জন শিক্ষার্থীকে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে বলা হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কোটার ফরম ডিন অফিস থেকে ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে সংগ্রহ করে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যেই ডিন অফিসে জমা দিতে বলা হয়েছে।

ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। admission.eis.du.ac.bd এই ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানা যাবে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!