• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবির প্রক্টর হলেন অধ্যাপক গোলাম রব্বানী


ঢাবি প্রতিনিধি অক্টোবর ১৯, ২০১৭, ০৫:১৩ পিএম
ঢাবির প্রক্টর হলেন অধ্যাপক গোলাম রব্বানী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

এর আগে ২০১১ সালে তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুল ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পান অধ্যাপক আমজাদ। তখন থেকে দীর্ঘসময় ধরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

সূত্র জানিয়েছে, ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদ বলে বিবেচিত প্রক্টরের দায়িত্ব তাকে নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে অধ্যাপক গোলাম রব্বানী বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলের সহযোগিতাচাই। আগামী ২২ অক্টোবর থেকে ওই পদে দায়িত্ব পালন করবো।

ঢাবি উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, নতুন কাউকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। তবে এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। তারপর বিস্তারিত বলা যাবে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!