• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দাপট দেখিয়ে সিরিজ জিতল কোহলির ভারত


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৫, ২০১৭, ১২:৩১ পিএম
দাপট দেখিয়ে সিরিজ জিতল কোহলির ভারত

ঢাকা: অস্ট্রেলিয়া সিরিজের আগে শ্রীলঙ্কায় গিয়ে তাদেরই মাটিতে ৫-০ তে সিরিজ জিতে এসেছে ভারত। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই পথে হাঁটছে বিরাট কোহলির দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরেছে ভারত৷ রোববার ইন্দোরে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ৩-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া৷ কোহলির দল শ্রীলঙ্কা সিরিজের মতো অস্ট্রেলিয়া সিরিজও ৫-০ তে জেতে কি-না এখন সেটাই দেখার।

২৯৪ রান তাড়া করে নেমে রোহিত-রাহানের শতরানের জুটিতে ম্যাচের দখল নিয়েছিল ভারত৷ তাই কোহলি দ্রুত  ফিরলেও পাণ্ডে ঝড়ে সহজ জয় তুলে নেয় ‘মেন ইন ব্লু’৷ চিপক, ইডেনের পর ইন্দোরেও বিরাট আধিপত্য বজায় থাকল ভারতের।

রোহিত-রাহানের ১৩৯ রানের জুটিই স্মিথদের ম্যাচ থেকে ছিটকে দেয়৷ মিডল অর্ডারে কোহলি-কেদারকে দ্রুত ড্রেসিংরুমে ফিরিয়ে অসিরা চাপ সৃষ্টি করলেও হার্দিক হিটে পাল্টা চাপে পড়ে যায় স্মিথরা৷ মনীশ পান্ডেকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেট ৭৮ রান যোগ করে ভারতকে জয়ের সরণিতে পৌঁছে দেন হার্দিক৷ ৭২ বলে চারটি ছয় ও পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৭৮ রানে ঝোড়ো ইনিংস খেলে স্মিথের হাসি কেড়ে নেন ভারতের নতুন ফিনিশার৷ এর আগে রোহিত ৭১ এবং রাহানে ৭০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন৷ শেষ দিকে ৩২ বলে ৩৬ রানের ইনিংস খেলেন মণিশ৷ ম্যাচের সেরা হয়েছেন হার্দিক।

এদিন শুরুতে ভারতীয় স্পিনারদের মেরে খেলেন ওপেনার অ্যারণ ফিঞ্চ৷ ১২৪ রানের ইনিংস খেলেন এই ওপেনার৷ ১২৫ বলে পাঁচটি ছক্কা ও এক ডজন বাউন্ডারি মারেন তিনি৷ এটি ফিঞ্চের ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি। এদিন মাঠে নেমে থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ফিঞ্চ৷ বেশি নির্দয় ছিলেন আগের ম্যাচের হ্যাটট্রিককারী কুলদীপ যাদবের ওপর৷ ১০ ওভারে ৭৫ রান দিয়ে দুটি উইকেট নেন এই চায়নাম্যান।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!