• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই বিমানবন্দরে মিলল সাড়ে ৬ কেজি সোনা


নিউজ ডেস্ক জুলাই ২৩, ২০১৭, ০৫:৫২ পিএম
দুই বিমানবন্দরে মিলল সাড়ে ৬ কেজি সোনা

ঢাকা: ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি ৩৯৪ গ্রাম ওজনের সোনার বার জব্দ হয়েছে। জব্দ করা এ সোনার মূল্য প্রায় তিন কোটি টাকা।

রোববার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রীলঙ্কা এয়ারলাইনসের ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ২ কেজি ৮৯৪ গ্রাম সোনা আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবীর জানান, রোববার (২৩ জুলাই) সকালে শ্রীলঙ্কা এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন যাত্রী নুরুল হক। বেলা সাড়ে ১১টার দিকে কাস্টমস কর্মকর্তারা নুরুলকে চ্যালেঞ্জ করেন।

পরে তার শরীর তল্লাশি করে ছয়টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার সোনার বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ টাকা। সোনাগুলো তার কোমরে হলুদ স্কচটেপ দিয়ে আটকানো ছিল। আটক নুরুল হকের (৪২) বাড়ি শরীয়তপুরে। তিনি মালয়েশিয়া থেকে ঢাকায় এসেছিলেন।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাড়িতে তার মুদি দোকান, বিউটি পারলার এবং ডিশ কেব্‌লের ব্যবসা রয়েছে। অধিক মুনাফার জন্য সোনা তিনি নিজেই কিনে এনেছেন। শুল্ক গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে মালয়েশিয়া থেকে শ্রীলঙ্কা হয়ে ঢাকায় আসেন তিনি।

এদিকে আমাদের সিলেট প্রতিনিধি জানান, রোববার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি সোনার বার উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। বারগুলো মোজার ভেতর টেপ-মোড়ানো প্যাকেটে ছিল।

শুল্ক গোয়েন্দা সিলেট অঞ্চলের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ জানান, আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের চালান আসছে এমন তথ্য ছিল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের কাছে। তাৎক্ষণিকভাবে তার নির্দেশনায় ভিত্তিতে বিমানের ওই ফ্লাইটটিতে অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক আরও জানান, এ সময় একটি সিটের ওপরে ব্যাগের মধ্যে পাঁচটি ছোট প্যাকেটে টেপ-মোড়ানো অবস্থায় ৩০টি বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।
 
সোনলীনিউজ/ঢাকা/জেডআরসি/জেএ

Wordbridge School
Link copied!