• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতি মামলায় জনতা ব্যাংকের দুই ডিজিএম গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৬, ২০১৬, ০২:৫৮ পিএম
দুর্নীতি মামলায় জনতা ব্যাংকের দুই ডিজিএম গ্রেফতার

দুর্নীতি মামলায় রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের দুই উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আজমল হক ও আবু সালেহ মোস্তফা কামালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলের জনতা ব্যাংকের লোকাল অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। টিমের অন্য সদস্যরা হলেন- উপপরিচালক এস এম রফিকুল ইসলাম, মো. আহমেরুজ্জামান, গোলাম শাহরিয়ার ও জালাল উদ্দিন। টিম নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

টেরিটাওয়েল (তোয়ালে জাতীয় পণ্য) উৎপাদক প্রতিষ্ঠান বিসমিল্লাহ গ্রুপের প্রায় ১২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ২০১৩ সালে ৩ নভেম্বর মতিঝিল ও রমনা মডেল থানায় বিসমিল্লাহ গ্রুপের এমডি এবং ১৩ কর্মকর্তাসহ ৫৩ জনের বিরুদ্ধে ১২টি মামলা দায়ের করে দুদক। এরপর ২০১৫ সালের বিভিন্ন সময়ে মামলার চার্জশিট দাখিল করে দুদক।

এর মধ্যে জনতা ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের দুই প্রতিষ্ঠানের অনুকূলে ১৪৬ কোটি ৫৫ লাখ ও ১৮৬ কোটি ৩৬ লাখ টাকা (মোট ৩৩২ কোটি ৯১ লাখ) আত্মসাতের পৃথক দুই মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন জনতা ব্যাংকের ওই দুই কর্মকর্তা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!