• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতিমুক্ত যবিপ্রবি গড়বেন নতুন ভিসি


যশোর প্রতিনিধি: মে ২০, ২০১৭, ০৯:৩৫ পিএম
দুর্নীতিমুক্ত যবিপ্রবি গড়বেন নতুন ভিসি

যবিপ্রবি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) নতুন উপাচার্য ড. মো: আনোয়ার হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (২০ মে) প্রথম কর্মদিবসে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। গত ১৫ মে তাকে নতুন উপাচার্য হিসেবে শিক্ষামন্ত্রণালয় পরিপত্র জারি করে।

শনিবার দুপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যবিপ্রবি উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, এই বিশ্ববিদ্যালয় সাধারণ বিশ্ববিদ্যালয় নয়। এটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেই প্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম এগিয়ে নিতে আমার মেধা, জ্ঞান, পরিশ্রম ও অভিজ্ঞতা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আনোয়ার হোসেন বলেন, কোনো অন্যায়ের কাছে আপোষ করবো না। দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয় গড়বো। আর যদি না পারি তবে উপাচার্যের দায়িত্ব ছেড়ে দিবো। আর যাওয়ার সময় আপনাদের বলে যাবো, কেন দুর্নীতিমুক্ত করতে পারলাম না। একই সঙ্গে ক্যাম্পাসকে মাদকমুক্ত করা হবে।

সর্বশেষ নিয়োগ প্রসঙ্গে নয়া ভিসি বলেন, অতিরিক্ত জনবল নিয়োগের সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন ছাড়া বিশ্ববিদ্যালয় নিয়োগ দিতে পারে না। নিয়োগে অনিয়ম দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা হবে।

রাজনীতিমুক্ত ক্যাম্পাস প্রসঙ্গে উপাচার্য ড. আনোয়ার হোসেন বলেন, এই বিশ্ববিদ্যালয়ের আইনে যদি রাজনীতির সুযোগ থাকে তবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল সংগঠনের জন্য ক্যাম্পাস উন্মুক্ত থাকবে। আর যদি অনুমোদন না থাকে তাহলে কোনো বিশেষ দলকে সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যদি কোন সমস্যা থেকে থাকে, তাহলে তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে। এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা চাই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রেজিস্টার প্রকৌশলী আহসান হাবীব, ট্রেজারার প্রফেসর আবুল হোসেন প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!