• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘দেশ বিক্রির কার্যক্রম শুরু করেছে সরকার’


নিজস্ব প্রতিবেদক জুন ২৩, ২০১৬, ০৫:৫১ পিএম
‘দেশ বিক্রির কার্যক্রম শুরু করেছে সরকার’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরিকল্পিতভাবে দেশ বিক্রির কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার। বৃহস্পতিবার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। 

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘এ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশ বিক্রির কার্যক্রম শুরু করেছে। বর্তমান নতজানু সরকার পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছ থেকে যখন প্রতি টনে মাত্র ১৮২ টাকা ট্রানজিট ফি নিচ্ছে, তখন নিজ দেশ বাংলাদেশে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি করার তোড়জোড় শুরু হয়েছে।’

‘এই ভোটারবিহীন বর্তমান সরকার শুধু তোষামোদ করতে গিয়ে দেশের সর্বস্ব উজাড় করে দিয়ে বাংলাদেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে।’ 

আবারও গ্যাসের দাম বৃদ্ধি পেলে জনগণের কাছে তা মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে অনুভূত হবে বলে উল্লেখ করেন রিজভী। তিনি অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!