• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক  অক্টোবর ৭, ২০১৬, ০৫:৪৮ পিএম
দেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। অসাম্প্রদায়িক চেতনা আমাদের শত বছরের ঐতিহ্য। এই ঐতিহ্য বিনষ্ট করার জন্য একটি মহল প্রক্রিয়া চালাচ্ছে। আমরা জানিয়ে দিয়েছি, যে যাই করুক এখানে কোনো সাম্প্রদায়িক কথা বলতে দেয়া হবে না।

শুক্রবার (৭ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে আসাদ এভিনিউয়ের সিবিসিবি সেন্টারে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন এর জাতীয় সম্মেলন ও পঞ্চম কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সম্মেলনের উদ্বোধন করেন, আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক রাষ্ট্রের চেতনা এগিয়ে নিয়ে যাচ্ছেন তার যোগ্য উত্তারসূরি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ছেলেও আমাদের দেশের মুখ উজ্জ্বল করছেন।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এমনকি আলেম সমাজও জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!