• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেড় শতাধিক ইউপিতে রোববার ভোট


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০১৭, ০৬:৫৩ পিএম
দেড় শতাধিক ইউপিতে রোববার ভোট

ঢাকা: দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাকি ১৫৫টিতে আগামীকাল রোববার ভোটগ্রহণ হবে। ইতোমধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি নেয়া হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দলীয় এই নির্বাচনে সব ধরনের প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। এখন শুধু ভোটের অপেক্ষা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় অবস্থান করছে। সাধারণ নির্বাচন, উপনির্বাচন ও বন্ধ ঘোষিত কেন্দ্রে পুনঃনির্বাচন মিলে ওইসব ইউপিতে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ আহাম্মদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, তফসিল ঘোষণার সময় ১৭৩টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতার কারণে ১৮টা ইউপিতে ভোট হচ্ছে না।’

উল্লেখ্য, গেল বছরের মার্চ-জুনে ছয় ধাপে তিন সহস্রাধিক ইউপিতে দলীয় ভিত্তিতে ভোট হয়। এরপর অক্টোবর-নভেম্বরে বিলুপ্ত ছিটমহলসহ আরও কিছু ইউপির ভোট গ্রহণ হয়েছে।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!