• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেড়শ’ ইউপি-পৌরসভার তফসিল আজ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ১১:১৪ এএম
দেড়শ’ ইউপি-পৌরসভার তফসিল আজ

ঢাকা : দেশের দেড়শ’ ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও উপজেলায় সাধারণ এবং উপনির্বাচনের তফসিল রোববার (১৮ ফেব্রুয়ারি) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

এদিন বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে কমিশন কয়েকটি এলাকার নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান গত বৃহস্পতিবার রাতে জানান, রোববার ৫০ ইউপিতে সাধারণ, ৯৩টিতে উপনির্বাচন, চার পৌরসভায় সাধারণ, একটিতে উপনির্বাচন, দুই উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং পৌরসভা ও সিটি করপোরেশনের বেশ কিছু ওয়ার্ডে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনের পরিচালনা শাখার সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আগামী মাসের শেষদিকে এসব ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলায় ভোটগ্রহণ হতে পারে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!