• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধর্ষণের টুইট করায় অভিনেত্রীর টুইটার বন্ধ


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক অক্টোবর ১৪, ২০১৭, ১০:৪৮ এএম
ধর্ষণের টুইট করায় অভিনেত্রীর টুইটার বন্ধ

ঢাকা: টুইটার বর্জনের ঘোষণা দিয়েছেন বিশ্ব জুড়ে অনেক নারী। শুক্রবার (১৩ অক্টোবর) অভিনেত্রী রোজ ম্যাকগোয়ানের টুইটার একাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয়ার প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন তারা।

অভিনেত্রী রোজ ম্যাকগোয়ান বলছেন, তিনি হলিউডের প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন এক টুইটে। এরপর তার একাউন্টটি সাময়িকভাবে বন্ধ করে দেয় টুইটার।

হলিউড সহ বিশ্বের শোবিজ জগতে এখন তোলপাড় চলছে হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে একের পর এক ধর্ষণ, যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগ ফাঁস হওয়ার পর। নিউ ইয়র্ক এবং লন্ডনের পুলিশ ইতোমধ্যে কোন কোন অভিযোগের তদন্তও শুরু করেছে।

টুইটার অবশ্য রোজ ম্যাকগোয়ানের একাউন্ট বন্ধের ব্যাখ্যা দিয়ে বলেছে, তিনি টুইটার একাউন্টের শর্তাবলী ভঙ্গ করেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ করেছেন, হার্ভে উইনস্টেইনের মতো প্রভাবশালী লোকের বিরুদ্ধে মুখ খোলায় টুইটার রোজ ম্যাকগোয়ানের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!