• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
সামাজিক মাধ্যমে তোলপাড়

নগ্ন হতে বলেছেন প্রেসিডেন্ট!


আন্তর্জাতিক ডেস্ক জুন ৩০, ২০১৬, ১১:২১ এএম
নগ্ন হতে বলেছেন প্রেসিডেন্ট!

‘অনাবৃত হয়ে ঘাম ঝরানোর আগ পর্যন্ত পরিশ্রম করতে হবে’ কথাটি বলেছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দর লুকাশেঙ্কো। তবে কাজের কাজের প্রতি আগ্রহী করে তুলতে সবার উদ্দেশেেই বলা হয়েছিল কথাটি।

কিন্তু এ কথা বলার পরই দেশটিতে খালি গায়ে অফিসে কাজ করার ছবি তুলে লোকজন অনলাইনে প্রকাশ করা শুরু করে। আর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তোলপাড়।

বেলারুশ এখন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করছে। এ জন্য প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর জনগণকে ‘কোমর বেঁধে’ কাজে নেমে পড়ার আহ্বান জানান। কিন্তু সে কথার অর্থ কেউ কেউ ‘অনাবৃত হওয়ার’ সঙ্গে মিলিয়ে ফেললেই বাঁধে বিপত্তি।

প্রেসিডেন্টের ওই বক্তব্যের পর দেশের কিছু মানুষ নিজেদের খালি গায়ের ছবি প্রকাশ করা শুরু করে। ওই বক্তব্যর প্রতিবাদে গানও বেঁধেছে অনেকে। এ নিয়ে টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে নানা রকমের ছবি, মন্তব্য ও অডিও-ভিডিও ছড়িয়ে পড়েছে।

রাশিয়া, ইউক্রেনসহ ইউরোপের কয়েকটি দেশের কিছু মানুষ এ অদ্ভুত প্রচার কার্যক্রমে অংশও নিচ্ছে। ইনস্টাগ্রাম একজন লিখেছেন, ‘প্রেসিডেন্টই বলেছেন, পোশাক অপ্রয়োজনীয়।’

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!