• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিজের অজান্তেই ব্যক্তিগত তথ্য দিচ্ছেন যেভাবে


বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক জানুয়ারি ১০, ২০১৭, ০১:৩৪ পিএম
নিজের অজান্তেই ব্যক্তিগত তথ্য দিচ্ছেন যেভাবে

ঢাকা: আমরা নিজের অজান্তেই ব্যক্তিগত তথ্য অন্যকে দিচ্ছি। বিশেষ করে তথ্যপ্রযুক্তির এই যুগে স্মার্টফোন ব্যবহারে এটি ঘটছে অহরহ। আর ডেকে আনছি না ধরনের বিপদ। সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা বলছেন, অজ্ঞতাসারে স্মার্টফোন ব্যবহারের করণে সাইবার ক্রইমের পথ আরও সহজ হয়ে উঠছে।

সময়ের দাবি মেনে রোজকার জীবনে ঢুকে পড়েছে স্মার্টফোন। প্রতিদিনের চাহিদা মেটাতে সেই ফোনে ইনস্টল হচ্ছে বিভিন্ন অ্যাপ। বিভিন্ন অ্যাপের মাধ্যমে সবই এখন হাতের মুঠোয়। কিন্তু এই অ্যাপ ইনস্টল করতে গিয়ে আমরা নিজেদের ব্যক্তিগত যাবতীয় তথ্য দিয়ে দিচ্ছি অ্যাপকে-

যে ভাবে অ্যাপকে তথ্য দিচ্ছি আমরা-
সাধারণতো কোনো অ্যাপ ইনস্টল করতে গেলে বেশকিছু শর্ত দিয়ে থাকে। যেমন-
(পরিচিতি)....
(লোকেশন)....
(এসএমএস)...এসএমএস, এমএমএস
(ফোন)...কল লগ
(গ্যালারি...ছবি, ভিডিও, অডিও)
(যেমন...এসএমএস, ফোন)

অনেক ক্ষেত্রেই আমরা চোখ বন্ধ করে শর্তগুলি না দেখেই অথবা বাধ্য হয়ে অ্যাপ ইনস্টল করি। আর এতেই বাড়ছে বিপদ। সেইসমস্ত তথ্যকে ব্যবহার করেই সাম্প্রতিক অতীতে বেশকিছু সাইবার ক্রাইমের ঘটনা ঘটেছে। এ ধরনের বিষয় আটকাতে তেমন প্রাইভেসি আইন এখনও তৈরি হয়নি বাংলাদেশে। অতএব, সচেতন হতে হবে আমাদের নিজেদেরই।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!