• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিরাপত্তাবাহিনীর দেয়া আইডিগুলোর তথ্য দেবে ফেসবুক


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০১৭, ১২:০০ পিএম
নিরাপত্তাবাহিনীর দেয়া আইডিগুলোর তথ্য দেবে ফেসবুক

ঢাকা: বিভিন্ন নিরাপত্তাবাহিনীর দেয়া আইডিগুলোর ব্যাপারে তদন্তে ফেসবুক কর্তৃপক্ষ সহযোগিতা করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার (১০ এপ্রিল) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় মন্ত্রণালয়ে সচিব শ্যাম সুন্দর শিকদার উপস্থিত ছিলেন। গত ৩০ মার্চ ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে।

তারানা হালিম বলেন, ‘ফেসবুকে আমাদের সংসদ সদস্যদের নামে ভুয়া ফেসবুক আইডি আছে। আমরা তালিকা পাঠালে ফেসবুক কর্তৃপক্ষ ভুয়া আইডিগুলো বন্ধ করে দেবে। এ জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণলয়ের পক্ষ থেকে স্পিকারের কাছে তালিকা চাওয়া হয়েছে। যত তাড়াতাড়ি এ তালিকা পাওয়া যাবে তত তাড়াতাড়ি পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘নারীর প্রতি সহিংসতা, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ সম্পর্কিত যেকোনো ধরনের পোস্ট আবেদনের প্রেক্ষিতে অপসারণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক রাজি হয়েছে। এসব বিষয়ে ফেসবুকে পোস্টদাতাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যায় সে বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল যাবে। আমরা যা চেয়েছি প্রায় সব বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ সম্মত হয়েছে। আমরা যদি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে এ সম্পর্ক বজায় রাখতে পারি তাহলে প্রয়োজনে তাদের কাছ থেকে যেকোনো সুবিধা পেতে পারি। এখন তারা কতটুকু বাস্তবায়ন করতে তা পর্যালোচনা বিষয়।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!