• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পশুবাহী যানবাহন রাস্তায় আটকানো যাবে না


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৩, ২০১৮, ০১:৫৪ পিএম
পশুবাহী যানবাহন রাস্তায় আটকানো যাবে না

ঢাকা: ঈদযাত্রায় মহাসড়কে কোনোভাবেই ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেয়া হবে না বলে সতর্ক করেছেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সোমবার (১৩ আগস্ট) সকালে পুলিশ সদর দপ্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিং এ কথা বলেন তিনি। এ সময় মহাসড়কে পশুবাহী যানবাহনে চাঁদা আদায়ের মতো ঘটনা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘কুরবানির ঈদ, কুরবানির পশু ঢাকামুখী বিভিন্ন দেশ ও বিভিন্ন জায়গা থেকে আসবে, সেজন্য আমরা নির্দেশনা দিয়েছি, যেন পশুবাহী কোনো ট্রাককে অথবা পশুবাহী কোনো যানবাহনকে সেটা নদী বা রাস্তায় হোক সুনির্দিষ্ট তথ্যের ভিত্তি ছাড়া আটকানো যাবে না।’

তিনি আরো বলেন, ‘উৎস বা বড় বড় বাজার থেকে যে পশুগুলো আসবে সেই ট্রাকগুলোতে, পশুর মালিকদের যানবাহনের সামনে একটা ব্যানার টানিয়ে নিন, কোথায় যাবেন, তাহলে আর রাস্তায় টানাটানি বা ঝামেলা হবে না।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!