• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তান হাইকমিশনারকে তলব


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩১, ২০১৭, ০৪:১১ পিএম
পাকিস্তান হাইকমিশনারকে তলব

ঢাকা: ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দিকীকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হতে বলা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক- পাকিস্তান অ্যাফেয়ার্স নামে একটি ফেসবুক পেজে প্রকাশিত এ মিথ্যাচার করে বানানো একটি ভিডিও পাকিস্তান হাইকমিশন তার ফেসবুক পেজে শেয়ার দেয়ার অভিযোগে ঘটনার প্রতিবাদ জানাতে রাফিউজ্জামানকে তলব করা হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার পাকিস্তান হাইকমিশন ১৩ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওটি তার ফেসবুক পেজে শেয়ার করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতাই চাননি; তিনি স্বায়ত্তশাসন চেয়েছিলেন বলেও দাবি করা হয়েছে ওই ভিডিওতে।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!