• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পিসিবি প্রধানের ইউটার্ন, বিস্মিত বিসিবি সভাপতি


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৮, ২০১৭, ১০:০০ এএম
পিসিবি প্রধানের ইউটার্ন, বিস্মিত বিসিবি সভাপতি

ঢাকা: সবকিছু ঠিকঠাক ছিল। জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। সেদেশের সংবাদমাধ্যম পাকিস্তানের বাংলাদেশে আসার সম্ভাব্য তারিখও জানিয়ে দিয়েছিল। কিন্তু হঠাৎ দুবাইয়ে আইসিসি সভা চলাকালিন সময়েই ইউটার্ন নিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। তিনি জানিয়ে দিলেন, জুলাইয়ে পাকিস্তান দল বাংলাদেশ সফরে যাচ্ছে না।

দুবাইয়ে আইসিসির সভায় আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। আর সবার মত তিনিও শাহরিয়ারের কথায় বিস্মিত। তিনি জানিয়েছেন, আইসিসি সভায় যোগ দেয়ার পর থেকে তার সঙ্গে শাহরিয়ারের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে অথচ একবারের জন্যও তিনি কখনও বলেননি, পাকিস্তান বাংলাদেশ সফরে যাচ্ছে না, ‘আমরা এখানে একসঙ্গে মিটিং করছি। সভা করছি। তিনি (শাহরিয়ার) কিন্তু একবারও বলেননি জুলাইয়ে বাংলাদেশে দল পাঠাবেন না। সর্বশেষ এ নিয়ে যখন কথা হয়, এটাই ঠিক হয়েছিল যে, জুলাইয়ে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। বিনিময়ে আমরা হয়ত আমাদের ‘এ’দল বা অনূর্ধ্ব-১৯ দল পাঠাব।’

শ্রীলঙ্কায় গত মাসের ওই সভার পর পিসিবির প্রধানও এ কথাই বলেছিলেন। সেখান থেকে তাদের ‘ইউ টার্নে’র কারণ কী, সেটা বুঝতে পারছেন না নাজমুল। এজন্য এই মুহূর্তে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়াও দিতে রাজি নন তিনি, ‘আমি বিষয়টা শুনেছি। কিন্তু পিসিবি এখনো এটা আমাদের আনুষ্ঠানিকভাবে জানায়নি। তারা কিছুই বলেনি। ওনারা লিখিতভাবে জানালে তখন আমরা আমাদের বক্তব্য দেব।’

পাকিস্তানের না আসার খবরটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃখের, তবে একটা সুখবরও দিয়েছেন নাজমুল। বাংলাদেশে দুই টেস্টের সিরিজ খেলতে আসা চূড়ান্তভাবে নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান ডেভিড পিভার, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি আমাকে বলেছেন, দুই টেস্ট সিরিজ খেলতে তারা আগস্টেই দল পাঠাবে। তিনি নিজেও ওই সময় সস্ত্রীক বাংলাদেশে বেড়াতে আসবেন।’

শুক্রবার ঢাকায় ফিরে অস্ট্রেলিয়ার সফরসূচি জানাবেন বলেও জানিয়েছেন বিসিবির সভাপতি। প্রস্তাবিত সূচি অনুযায়ী চট্টগ্রাম ও ফতুল্লায় টেস্ট দুটি হওয়ার কথা ঈদুল আজহার আগে ও পরে।


সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!