• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পৌনে ১২ মিনিটের ফেসবুক লাইভে মান্না


ফেসবুক থেকে ডেস্ক জানুয়ারি ২০, ২০১৭, ১০:০০ পিএম
পৌনে ১২ মিনিটের ফেসবুক লাইভে মান্না

ফেসবুক লাইভে এসেছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দীর্ঘ ২২ মাস পর জামিনে মুক্ত হয়ে প্রথমবারের মতো ফেসবুক লাইভে আসেন। মোট ১১ মিনিট ৪৮ সেকেন্ডের লাইভে জেলে থাকার সময় ও রাজনৈতিক বিভিন্ন প্রশ্নের জবাব দেন নাগরিক ঐক্যের এ নেতা।

এক প্রশ্নের তিনি বলেন, ‘জেলে আমি ভালো ছিলাম, আমার কোনো সমস্য হয়নি। তবে শেষ দিকে প্রশাসন আমায় অসহযোগিতা করেছে।’

মান্না জানান, ‘আমি আমার জেলের উপরে (বিষয়ে) লেখা লিখেছিলাম, সেটা এখন সম্পাদনা (এডিট) করছি। কোনো একটা পত্রিকায় দেব বা বইও পেতে পারেন। যদিও আমি জানি না বর্তমান অবস্থায় কতটুকু মুক্তভাবে তা ছাপাতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আমার জেল জীবনে মানে ২২ মাসে যা লিখেছি তাতে ৩/৪টা বই করা যাবে। একটা পলিটিক্যাল(রাজনীতি) বিষয়ে হবে (যেটা জেলের বিষয়ে লেখা) আর বাকি দুটোর একটি উপন্যাস এবং বাকিটা বড় গল্প।’

টিভিতে টক শো’র প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো টিভি এখনো আমায় ডাকেনি। কারা ডাকবে, কে কে থাকবেন এগুলোর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেব। তবে যাব না তা নয়, যাব চিন্তা করছি।’

সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টার দিকে বনানীর একটি বাড়ি থেকে তাকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। আটকের ২০ ঘণ্টা পর তাকে গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

দীর্ঘ ২২ মাস জেলে থাকার পর গত বছরের ২২ ডিসেম্বর (রোববার) সন্ধ্যা পৌনে ৭টায় কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।

ফেসবুকে লাইভ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন- ভিডিও


সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!