• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পৌর কর্মচারীদের মহাসমাবেশ ৭ অক্টোবর


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৫, ২০১৭, ০৭:১২ পিএম
পৌর কর্মচারীদের মহাসমাবেশ ৭ অক্টোবর

ঢাকা: চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে আগামী ৭ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে সারা দেশের সকল পৌর কর্মচারীরা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পশ্চিম আগারগাঁওয়ের এলজিইডি ভবনের ম্যাবের কনফারেন্স হলে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএপিএস) এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আলিম মোল্যা। মহাসমাবেশ সফল করতে তারাব পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ারকে সভাপতি করে আট সদস্যের উপ-কমিটিও করা হয়েছে।

সভায় সারা দেশের প্রতিটি বিভাগের বিভাগীয় সভাপতিরা নিজেদের খসড়া প্রস্তাব তুলে ধরেন। পরে সর্বসম্মতিক্রমে আগামী ৭ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ নিয়ে আব্দুল আলিম মোল্যা সোনালীনিউজকে বলেন,‘ দেশের ৩২৭ টি পৌরসভার মধ্যে ২২৬টি পৌরসভাতেই বেতন অনিয়মিত হয়ে পড়েছে। এভাবে আর চলতে দেয়া যায় না। আমরা বিভিন্ন সময়ে মানববন্ধন, স্মারকলিপি, এক ঘন্টা, অর্ধদিবস কর্মবিরতি পালন করেছি। এবার মহাসমাবেশ করে চূড়ান্ত কর্মসূচির দিকে যেতে চাই।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!