• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম দল হিসেবে কোয়ার্টারে রহমতগঞ্জ


ক্রীড়া প্রতিবেদক মে ১৫, ২০১৭, ০৮:৫৪ পিএম
প্রথম দল হিসেবে কোয়ার্টারে রহমতগঞ্জ

ঢাকা: গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নজর কেড়েছিল তাদের নৈপুণ্য। যদিও লিগের শেষ পর্যন্ত সেটি ধরে রাখতে পারে নি। তবে তরুণদের নিয়ে নতুন মৌসুমও দারুন ভাবে শুরু করলো ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। সবার আগে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পুরান ঢাকার দলটি।

সোমবার (১৫ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম খেলায় টিম বিজেএমসিকে ৩-০ গোলে হারিয়েছে কোচ কামাল বাবুর শিষ্যরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ আটে নাম লেখালো রহমতগঞ্জ। অপরদিকে বিদায় ঘন্টা বেজে গেল বিজেএমসির। প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সাথে ১-১ গোলে ড্র করে শেষ আটে খেলার আশা বাাঁচিয়ে রেখেছিল ‘সোনালী আঁশের দল’। কিন্তু দ্বিতীয় ম্যাচে হারায় গ্রুপ থেকেই বিদায় নিল তারা।

এদিন ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপাত্য বিস্তার করে খেলতে থাকে রহমতগঞ্জ। ফল পেতেও খুব বেশী সময় অপেক্ষায় থাকতে হয়নি  কামাল বাবুর শিষ্যদের। ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় তারা। অধিনায়ক নাঈমুর রহমান শাহেদের কর্ণার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে নিশানা ভেদ করেন নাইজেরিয়ান ডিফেন্ডার ওসাগি (১-০)। কর্ণার পাওয়াতে রক্ষণভাগ ছেড়ে ওপরে এসেছিলেন এ ডিফেন্ডার। ১২ মিনিট পর আবারো উল্লাসে মেতে উঠে পুরান ঢাকার ক্লাবটি। এবার ব্যবধান দ্বিগুন করেণ ফয়সাল আহম্মেদ। সতীর্থ গিনিয়ান স্ট্রাইকার ইসমাঈল বাঙ্গুরার বাড়ানো বল নিয়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ডি বক্সে গিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় কৌনিক শটে বিজেএমসির জালে বল জড়ান তিনি (২-০)।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কিছুটা হাল্কা মেজাজে খেলেও আরো একটি গোল আদায় করেছে রহমতগঞ্জ। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে বদলী স্ট্রাইকার রাশেদুল ইসলাম শুভ গোল  করে রহমতগঞ্জের জয় নিশ্চিত করেন। এ সময় ইলিয়াসের ব্যাক হিল থেকে পাওয়া বলে দারুণ এক শটে বিজেএমসি’র গোলরক্ষক পলাশকে পরাস্ত করেন তিনি (৩-০)।

বুধবার (১৭ মে) বিকাল সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে রহমতগঞ্জ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!