• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী-ইবতেদায়ি পরীক্ষার তারিখ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৫, ২০১৮, ০৩:১৮ পিএম
প্রাথমিক শিক্ষা সমাপনী-ইবতেদায়ি পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাকা: চলতি বছরের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জুলাই) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে এ পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই তারিখ চূড়ান্ত হয়। ঘোষণা অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ১৮ নভেম্বর, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, এবারের পিএসসি ও ইবতেদায়ি পরীক্ষা সকাল ১১টার পরিবর্তে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। তবে পরীক্ষার সময় আগের মত আড়াই ঘণ্টাই থাকছে। অর্থ্যাৎ সকাল সাড়ে ১০টা থেকে ১টায় পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের আগে অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হলেও এবার থেকে তাদের ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!