• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্লেবয়ের প্রতিষ্ঠাতা হিউ হেফনার মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২৮, ২০১৭, ০৩:০৩ পিএম
প্লেবয়ের প্রতিষ্ঠাতা হিউ হেফনার মৃত্যু

চার তরুণীর মাঝে হিউ হেফনার

ঢাকা: যুক্তরাষ্ট্র ভিত্তিক মেনস ম্যাগাজিন প্লেবয়ের আইকনিক প্রতিষ্ঠাতা হিউ হেফনারের মৃত্যু হয়েছে। ৯১ বছর বয়সে বুধবার (২৮ সেপ্টেম্বর) নিজের বাড়ি প্লেবয় ম্যানশনে তার মৃত্যু হয়।

বুধবার প্লেবয় এন্টারপ্রাইজ এক বিবৃতিতে তার স্বাভাবিক এ মৃত্যুর খবর জানায়।

প্লেবয়’র যাত্রা শুরু হয় ১৯৫৩ সালে হেফনারের বাড়ির রান্নাঘর থেকে। একসময় প্রাপ্তবয়স্কদের জন্য প্রকাশিত বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত ম্যাগাজিনের জায়গা দখল করে প্লেবয়। এমনকি মাসে ৭০ লাখ পর্যন্ত বিক্রির রেকর্ড গড়ে ম্যাগাজিনটি।

প্লেবয় ম্যানশনে একদল স্বর্ণকেশী পরিবেষ্টিত হয়ে হেফনারের জীবন-যাপনের ছবি প্রায়ই আসত গণমাধ্যমে। একসময় টাইম ম্যাগাজিন তাকে ‘প্রোফেট অব পপ হেডোনিজম’ উপাধি দিয়েছিল।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!