• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বর্ষসেরার জোড়া পুরস্কার কোন্তের


ক্রীড়া ডেস্ক মে ২৩, ২০১৭, ০১:৫৫ পিএম
বর্ষসেরার জোড়া পুরস্কার কোন্তের

ঢাকা: এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। হওয়ারই কথা, কোচ অ্যান্তোনিও কোন্তে যে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে শিরোপা উপহার দিয়েছেন।

সোমবার (২২মে) রাতে লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন (এলএমএ) তাঁর হাতে তুলে দিয়েছে জোড়া পুরস্কার। প্রিমিয়ার লিগের সেরা ম্যানেজারের পাশাপাশি কোন্তে সার্বিকভাবেও বর্ষসেরা কোচ হয়েছেন।

ইউরো কাপে ইতালির দায়িত্বে ছিলেন কোন্তে৷বুঁফোনদের চাকরি ছেড়ে চেলসিতে আসেন তিনি৷ইংলিশ লিগে পা দিয়িই কোন্তে স্ট্যামফোর্ড ব্রিজে ফুল ফুটিয়েছেন ৷চেলসিকে শুধু প্রিমিয়র লিগই দেননি, নিয়ে গিয়েছেন এফএ কাপের ফাইনালেও৷ রোববার ওয়েম্বলিতে আর্সেনালকে হারাতে পারলেই চেলসির মাথায় ২০১১-১২ মৌসেুমের পর আবার উঠবে এফএ কাপের শিরোপা।

৪৭ বছরের কোন্তের চেলসি এবার প্রিমিয়র লিগে ৯৩ পয়েন্ট পেয়েছে। পয়েন্টের নিরীখে এটাই এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। এখানেই শেষ নয়, প্রিমিয়ার লিগের প্রথম দল হিসেবে এক মৌসুমে ৩০টি জয়ের নজির গড়েছে ‘দ্য ব্লুজরা।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

 

Wordbridge School
Link copied!