• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বস্তির এক নারীর বিদ্যুৎ বিল সাড়ে ৫ লাখ!


আন্তর্জাতিক ডেস্ক     জুলাই ৩১, ২০১৬, ০৫:৩৯ পিএম
বস্তির এক নারীর বিদ্যুৎ বিল সাড়ে ৫ লাখ!

ভারতের মহারাষ্ট্রের বস্তিতে থাকেন জরিনা নামে এক নারী। তার বিদ্যুৎ বিল আর কত হতে পারে? ধারণা করতে পারছেন? এক নারীর বিদ্যুৎ বিল কত হয়েছে তা শুনলে আপনি রীতিমত চমকে যাবেন। কেননা তার বিদ্যুৎ বিল এসেছে ৫ লাখ ৫৩ হাজার। 

মহারাষ্ট্রের স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ড (এমএসইবি) এ বিষয়টি আমলে নিয়েছে বলে জানানো হয়েছে। 

আসলে ভুল করে অন্য এক নারীর বিল জরিনা নামের ওই নারীর নামে চলে এসেছে। এ বিষয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন জরিনার পরিবার। তারা জানান, প্রতি মাসে তারা ৫শ থেকে ১৫শ রুপি বিদ্যুৎ বিল বাবদ পরিশোধ করেন। কিন্তু এবারের বিদ্যুৎ বিল দেখে তারা রীতিমত চমকে গেছেন। 

তবে যে নারীর নামে এই বিল এসেছে সেটাও ঠিক নয় বলে জানানো হয়েছে। তিনি বলেন, এটা কি শুধু আমার বাড়ির বিল নাকি পুরো গ্রামের বিল? 

এ বছরের জানুয়ারিতে বিদ্যুৎ কর্মকর্তারা জানিয়েছিলেন বিদ্যুতের মিটারে সমস্যা হয়েছে। সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলেই এ ধরনের সমস্যা হয়েছে। 

সমাজকর্মী তাহের আলি জুবের খান বলেন, এটা এমএসইবির প্রতারণা ছাড়া আর কিছুই না। ভুল বিল আসার পরেও তারা অর্থ আদায়ের চেষ্টা করছেন। কিন্তু আমরা ন্যায়বিচারের জন্য লড়াই করে যাব।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!