• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে ‘রক্তদান সেবা’ দেবে ফেসবুক


তথ্য প্রযুক্তি ডেস্ক জানুয়ারি ২২, ২০১৮, ০২:৩৯ পিএম
বাংলাদেশে ‘রক্তদান সেবা’ দেবে ফেসবুক

ঢাকা : যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। ব্যবহারকারীদের কাছে নিত্যনতুন সেবা নিয়ে হাজির হচ্ছে তারা। সম্প্রতি শুধু বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার যুক্ত করছে ফেসবুক।

বাংলাদেশে রক্তদানের প্রক্রিয়া সহজ করতে একটি নতুন সেবা চালু করতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে ফেসবুকের নতুন এই সেবা চালু হবে।

সোমবার (২২ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ফেসবুক সাউথ এশিয়ার স্বাস্থ্যবিষয়ক ব্যবস্থাপক হেমা বুদারাজু এ কথা জানান।

নতুন এই সেবায় ফেসবুকে রক্তদাতা হিসেবে যেকোনো ফেসবুক ব্যবহারকারী সাইনআপ করতে পারবেন। আর যার রক্তের প্রয়োজন, তিনি জানতে পারবেন তার আশপাশে রক্তদাতা কে আছেন।

হেমা বুদারাজু বলেন, ‘রক্তদানের প্রক্রিয়া সহজ করতেই ফেসবুক বাংলাদেশে এই সেবা চালু করছে। বাংলাদেশ এ ক্ষেত্রে দ্বিতীয় দেশ।

এর আগে গত অক্টোবরে ভারতে ফেসবুক এই রক্তদান প্রক্রিয়ার সেবা চালু করেছিল। এই প্রক্রিয়ার সঙ্গে প্রায় ছয় লাখ রক্তদাতা সাইনআপ করেছেন।’

এশিয়ার স্বাস্থ্যবিষয়ক ব্যবস্থাপক বলেন, ‘বাংলাদেশে রক্তদাতার স্বল্পতা আছে। এ বিষয়ে সচেতনতারও অভাব আছে। ফেসবুকের এই সেবা মানুষকে সচেতন করার পাশাপাশি রক্ত পাওয়ার বিষয়টি সহজ করবে।’

এ সময় সেখানে ফেসবুকের হেড অব প্রোগ্রামস রিতেশ মেহতাসহ ফেসবুকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর/জেডআরসি

Wordbridge School
Link copied!