• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বিএনপির নিরপরাধ নেতাকে ফাঁসানোর চেষ্টা করছে সরকার’


নিজস্ব প্রতিবেদক জুন ২৫, ২০১৬, ০২:৪৭ পিএম
‘বিএনপির নিরপরাধ নেতাকে ফাঁসানোর চেষ্টা করছে সরকার’

শুধু রাজনৈতিক কারণে বিএনপির নিরপরাধ নেতাকে সরকার ফাঁসানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জঙ্গি দমনে ব্যর্থ হয়ে সরকার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে বিএনপিকে জঙ্গি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তদন্তে জঙ্গি নথিতে স্থান পাওয়া ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমকে জড়ানোর চেষ্টা করছে সরকার।’

শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী।

সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের রাজনীতিবিদদের বক্তব্য ও ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসঙ্গতিপূর্ণ বক্তব্য প্রমাণ করে, শুধু রাজনৈতিক কারণে বিএনপির নিরপরাধ নেতাকে ফাঁসানোর চেষ্টা করছে সরকার।’

রিজভী বলেন, ‘নেদারল্যান্ডস ভিত্তিক একটি এনজিওর কর্মকর্তা ইতালির নাগরিক তাবেলা সিজারকে (৫১) গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরপর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হত্যার দায় স্বীকার করে। পরে আইএস এর নিজস্ব সাময়িকী দাবিক-এর নভেম্বর সংখ্যায় একটি নিবন্ধে দাবি করা হয়, আইএস’র একটি সিকিউরিটি সেল ঢাকায় তাবেলা সিজারকে চিহ্নিত করে হত্যা করেছে।’

এ প্রসঙ্গে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, এ মামলায় বিএনপি নেতা আবদুল কাইয়ুম ও তার ভাই এম এ মতিনসহ ছয়জনকে আসামি করে আগামী সপ্তাহেই চার্জশিট দেয়া হচ্ছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘শুধু রাজনৈতিক উদ্দেশ্যেই মিথ্যা ও বানোয়াট অভিযোগ চাপিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে এম এ কাইয়ুমের ওপর। উদ্দেশ্য, বিএনপিকে হেয় প্রতিপন্ন করা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি নিরপরাধ ব্যক্তিকে ফাঁসানোর হীন ষড়যন্ত্র থেকে সরে আসতে সরকারের  প্রতি আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মুনির হোসেন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!