• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদেশিদের নাক গলানোর প্রয়োজন নেই: কাদের


বগুড়া প্রতিনিধি জানুয়ারি ২৭, ২০১৭, ১০:১৯ পিএম
বিদেশিদের নাক গলানোর প্রয়োজন নেই: কাদের

বগুড়া: ইসি গঠন প্রসঙ্গে বিদেশি কারও নাক গলানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন- ‘রাষ্ট্রপতি আবদুল হামিদই নির্বাচন কমিশন (ইসি) ঠিক করবেন। বিদেশি কারও নাক গলানোর প্রয়োজন নেই। তবে সৌজন্য সাক্ষাৎ হতেই পারে, কিন্তু দেশের কোনো বিষয় নিয়ে কথা নয়’।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের পর বিএনপি খুব খুশি। এখন সার্চ কমিটি গঠন করা হয়েছে, নিরপেক্ষ লোকেরাই কমিটিতে রয়েছে। তারা কোনো দল করেননি। কিন্তু বিএনপি এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। তাদের কাছে নিরপেক্ষ মানে ‘আজিজ মার্কা’ লোক।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালেদ মাহমুদ চৌধুরী, মির্জা আযম ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ও সংসদ সদস্য হাবিবর রহমান প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!