• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি


মিরাজুল ইসলাম জুলাই ২২, ২০১৭, ০২:১৯ পিএম
বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি

১.বর্তমানে বিশ্বে বাংলা ভাষার অবস্থান-
ক. ৬ষ্ঠ খ. অষ্টম গ. পঞ্চম               ঘ. ৭ম

২. যমুনা রেলওয়ে সেতুর দৈর্ঘ্য -
ক. ৬.১৫ কিলোমিটার, খ. ৫.৫ কিলোমিটার, গ. ৪.৫ কিলোমিটার, ঘ. ৪.৮ কিলোমিটার

৩.‘মাত্স্যন্যায়’ বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
ক. ৫ম-৬ষ্ঠ শতক, খ. ৬ষ্ঠ-৭ম শতক, গ. ৭ম-৮ম শতক, ঘ. ৮ম-৯ম শতক

৪.পাটালিপুত্র রাজধানী ছিল
ক. গুপ্তদের, খ. সেনদের, গ. পালদের, ঘ. মৌর্যদের

৫.কাকে ইতিহাসের জনক বলা হয় ?
ক. থুকিডাইডিস, খ. হেরোডোটাস, গ. এরিস্টটল, ঘ. টয়েনবী

৬. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ  কোন জেলায় রয়েছে?
ক. সিলেট, খ. বগুড়া, গ. কুষ্টিয়া, ঘ. চাঁপাইনবাবগঞ্জ

৭.বর্তমান বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ক. সমতট  খ. পুন্ড্রবর্ধন, গ. রাঢ়, ঘ. বঙ্গ

৮.বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান হলো-
ক. ময়নামতি, খ. পাহাড়পুর, গ. মহাস্থানগড়, ঘ. সোনারগাঁও

৯. প্রাচীনকালে সমতট বলতে বোঝাতো-
ক. বগুড়া ও দিনাজপুর, খ. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম, গ. কুমিল্লাও নোয়াখালী, ঘ. বৃহত্তর ময়মনসিংহ

১০. ১২ মাসে ১ বত্সর, ৩০ দিনে ১ মাস, এই গণনারীতি কাদের দ্বারা সুচিত?
ক. গ্রীক, খ. মিশরীয়, গ. খ্রিস্টান, ঘ.ফরাসি

১১.‘বাঙ্গালাহ্’ নামের প্রচলন করেন কে?
ক. শশাঙ্ক, খ. ধর্মপাল, গ. ইলিয়াস শাহ্, ঘ. আকবর

১২.কোন সুলতানের রাজত্বকালে ইবনে বতুতা বাংলায় সফর করেন?
ক. ফখরুদ্দীন মুবারক শাহ              খ. শামসুদ্দীন ইলিয়াস শাহ              গ. আলাউদ্দীন হুসেন শাহ               ঘ. নুসরত শাহ

১৩.বাংলার প্রথম স্বাধীন সুলতান-   

ক. ফখরুদ্দিন ইলিয়াস শাহ             খ. ফখরুদ্দিন মোবারক শাহ            গ. ফখরুদ্দিন জহির শাহ                 ঘ. মোহাম্মদ ঘোরী

১৪.পরিব্রাজক ফা-হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন?

ক. দ্বিতীয় চন্দ্রগুপ্ত                         খ. আলাউদ্দিন হোসেন শাহ             গ. প্রথম চন্দ্রগুপ্ত ঘ. হর্ষবর্ধন

১৫.বাংলাবর্ষের প্রবক্তা কে ছিলেন?

ক. সম্রাট অশোক         খ. সম্রাট আকবর                         গ. রাজা লক্ষণ সেন                      ঘ. আবুল ফজল

১৬.পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কত সালে?

ক. ১৫২৬ সালে           খ. ১৫৫৬ সালে           গ. ১৭৬১ সালে           ঘ. ১৭৫৬ সালে

১৭.ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

ক. সম্রাট বাবর            খ. সম্রাট আকবর         গ. আবুল ফজল           ঘ. লক্ষণ সেন

১৮.সম্রাট আকবরের সমাধি কোথায়?

ক. সেকান্দ্রা                   খ. আগ্রা                  গ. অমরকোট              ঘ. ফতেহপুর সিক্রি

১৯.‘ইনকা’ সভ্যতা গড়ে উঠেছিল-  

ক. গ্রিসে     খ. মিশরে                    গ. চীনে        ঘ. দক্ষিণ আমেরিকায়

২০.ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কোন সালে?  

ক. ১৮৫৭  খ. ১৮৫৮                   গ. ১৮৫৯   ঘ. ১৮৬০

২১.বঙ্গভঙ্গের বছর কোনটি?

ক. ১৯০১   খ. ১৯০২                    গ. ১৯০৬   ঘ. ১৯০৫

২২. তেভাগা আন্দোলনের নেত্রী

ক. সুমিত্রা দেবী                            খ. তারামন বিবি                           গ. ইলা মিত্র                                 ঘ. মহাশ্বেতা দেবী

২৩.কোন সময়ে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?

ক. সুলতানী আমলে                      খ. সেন আমলে                            গ. সুবেদারী আমলে                      ঘ. মৌর্য আমলে

২৪.সতীদাহ প্রথা বিলোপ করেন কে?

ক. লর্ড ডালহৌসি                         খ. লর্ড কর্নওয়ালিস                       গ. লর্ড উইলিয়াম বেন্টিংক              ঘ. রাজা রামমোহন রায়

২৫.ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন?

ক. শায়েস্থা খাঁন            খ. ইসলাম খাঁন            গ. ইব্রাহীম খাঁন            ঘ. আলীবর্দী খাঁন

১. ক ২. গ. ৩ গ. ৪. ঘ ৫. খ. ৬.ঘ. ৮.ঘ.৯.গ. ১০.খ. ১১.গ. ১২.ক. ১৩. খ. ১৪.ক. ১৫.খ. ১৬.গ.১৭.ক.১৮.ক. ১৯.ঘ. ২০.খ.২১.ঘ.২২.গ.২৩. ক. ২৪ গ. ২৫ খ

মতামত-০১৭১৪৭০৫৭২৭


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!