• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টেড প্লেন


প্রযুক্তি ডেস্ক জুন ৯, ২০১৬, ১১:১৮ এএম
বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টেড প্লেন

থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে এর আগে অনেক কিছু তৈরি হয়েছে। তাই বলে আস্ত একটা প্লেন কি তৈরি হতে পারে? এই ভাবনাটা ছিল বিজ্ঞানীদের মনে। অবশেষে বাস্তব হল ‘থ্রি-ডি প্রিন্টেড’ প্লেনও। বিশেষ এই প্লেনটির নাম দেওয়া হয়েছে ‘থর’।

দেখতে কেমন এ প্লেন? লম্বায় ১৩ ফুটের একটু কম। ওজন ২১ কিলোগ্রাম। এ প্লেনে কোনো জানালা নেই। বার্লিনে আন্তর্জাতিক এরোস্পেস প্রদর্শনীতে দেখা মিলেছে এই বিশেষ মডেলের প্লেনটির। এভিয়েশন ভবিষ্যতে কোন দিকে যেতে পারে তারই একটি নমুনা মিলল এই থ্রি-ডি প্রিন্টেড প্লেনে। এটি তো মডেল মাত্র। যাত্রী পরিষেবা দেওয়ার মতো একটি প্লেন এভাবে তৈরি করা। ‘থর’ তৈরির দায়িত্ব ছিল যাদের উপর, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এমনটাই।

থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তিকে কতখানি জনমুখী করে তোলা যায়, তারই পরীক্ষা করতে এই মডেল প্লেনটি তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। প্রধান বিজ্ঞানী গুন্নার হাসি জানিয়েছেন, এই প্রযুক্তি সফল হলে এভিয়েশনের ছবিটাই ভবিষ্যতে বদলে যাবে। থরের উড়ানের আয়োজন তিনিই করেছিলেন। এবং এ কাজের সাফল্যে তিনি সন্তুষ্ট। তাই আগামীদিনে এর সফল উড়ান নিয়েও তিনি আশাবাদী।

থরের ভবিষ্যৎ কী হবে, তার জন্য এখনো বেশ খানিকটা সময়ের অপেক্ষা। তবে প্রদর্শনীতে আকর্ষণের কেন্দ্র ছিল থর-ই।

সোনালীনিউজ/ঢাকা/আমা
 

Wordbridge School
Link copied!