• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বোমা বিস্ফোরণে কব্জি উড়ে গেল ডাকাতের


সাতক্ষীরা প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০১৬, ০৪:৫১ পিএম
বোমা বিস্ফোরণে কব্জি উড়ে গেল ডাকাতের

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে ইছহাক নামে এক ডাকাতের কব্জি উড়ে গেল। এছাড়া এসময় বোমারু ফজর আলী নামে অপর এক ডাকাত আহত হয়। রোবাবর (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাজার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, এদিন দুপুরে উপজেলার কৃষ্ণনগর গ্রামের সাবেক মেম্বর জামালউদ্দীনের বাড়িতে কুখ্যাত ডাকাত ইছাহাক আলী (৫৫) ও একই এলাকার আরেক কুখ্যাত ডাকাত সাবেক মেম্বর বোমারু ফজর আলী (৪৮) বোমা তৈরি করছিল। হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হলে ডাকাত ইছহাকের হাতের কবজি উড়ে যায়। এ সময় বোমার বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে পুলিশ ইছাহাক ও ফজর আলীকে আহত অবস্থায় আটক করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তির জন্য নেয়া হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়াদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!