• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতকে একাই টানছেন, ১৫২ রানে অপরাজিত কোহলি


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৫, ২০১৮, ০৫:২১ পিএম
ভারতকে একাই টানছেন, ১৫২ রানে অপরাজিত কোহলি

ঢাকা: সেঞ্চুরিয়নে ভারতকে একাই টেনে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। সতীর্থরা যখন একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়েছেন তখন চীনের প্রাচিরের মতো দাঁড়িয়ে একাই ভারতের পতন ঠেকিয়েছেন কোহলি।

এ প্রতিবেদন লেখার সময় ভারত অধিনায়ক ১৫২ রানে ব্যাট করছেন তিনি। তাঁকে সঙ্গ দিচ্ছেন ইশান্ত শর্মা (৩*)। ভারত তুলেছে ৮ উইকেটে ৩০৬ রান। কোহলি দেড় শ ছাড়ানো ইনিংসটি খেলেছেন ২১০ বলে ১৫ চারের সাহায্যে।

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন কোহলির ব্যাটেই এসেছে সাফল্য। পাশে তেমনভাবে কেউ দাঁড়াতে পারেননি।তবুও মাথা ঠান্ডা রেখে সেঞ্চুরিটি যেমন করেছেন তেমনই দলের রান বাড়িয়ে নিয়েছেন।

দ্বিতীয় দিন প্রথম সেশনের শেষের দিকে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। লাঞ্চের আগেই ব্যাট করার সুযোগ পেয়েছিল ভারত। হাতে অনেকটাই সময় পেয়েছিলেন মুরালি বিজয়, লোকেশ রাহুলরা। কিন্তু তেমনভাবে কাজে লাগাতে পারেনি কেউই। ৪৫ রানেই দুই উইকেট পড়ে যায় ভারতের।

দ্বিতীয় দিনের খেলা যখন শেষ হয় ততক্ষণে ভারত ৫ উইকেট হারিয়ে ফেলেছে। ভারতের পাশে ১৮৩ রান। একমাত্র বিরাট কোহলি দাঁড়িয়ে ৮৫ রানে। সঙ্গে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া। তৃতীয় দিনে পাণ্ডিয়াকে সঙ্গে নিয়েই নিজের সেঞ্চুরিটি সেরে ফেলেছেন কোহলি।কিন্তু রান আউটের ফাঁদে পড়ে নিজের উইকেটটি বিসর্জন দেন পাণ্ডিয়া। ফলে একা হয়ে পড়েন ভারত অধিনায়ক।

কেউই ভরসা দিতে পারেননি ভারতের ব্যাটিংকে। বরং শেষ বেলায় নেমে কোহলির পাশে দাঁড়িয়ে দলের ইনিংসকে সচল রাখতে সাহায্য করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনিও অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। আউট হয়েছেন ৩৮ রান করে।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!