• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে ও’কেফির কীর্তি


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৪, ২০১৭, ০৬:৩৯ পিএম
ভারতে ও’কেফির কীর্তি

ঢাকা: ভারতের বিপক্ষে পুনে টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার স্টিভ ও’কেফি ৩৫ রানে ৬ উইকেট নিয়েছেন। ভারতের মাটিতে সফরকারী দলের বাঁ-হাতি স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগারে তৃতীয় স্থানে নাম লিখিয়েছেন তিনি। এই অর্জনে সবার উপড়ে রয়েছেন ইংল্যান্ডের হেডলি ভারিটি। ১৯৩৪ সালে চেন্নাইয়ে ২৩ দশমিক ৫ ওভারে ৪৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন ভারিটি।

ভারিটির পরই আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২০০৪ সালে মুম্বাই টেস্টে ৬ দশমিক ২ ওভারে ৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন ক্লার্ক। এমন কীর্তির পরও ওই টেস্টে ভারতের কাছে ১৩ রানে হেরেছিলো অস্ট্রেলিয়া। তবে ভারিটির ঐ কীর্তির পর ঠিকই ২০২ রানে জিতেছিলো ইংল্যান্ড। এবার ও’কেফির এমন কীর্তিতে ম্যাচের ফল কি হবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ক্রিকেট ভক্তদের।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!