• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের রুপি ছাপাচ্ছে চীন!


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৪, ২০১৮, ১০:০৪ এএম
ভারতের রুপি ছাপাচ্ছে চীন!

ঢাকা: ভারতীয় রুপি তৈরি করছে চীন। ‘সাউথ চায়না মর্নিং পোস্টে’ প্রকাশিত প্রতিবেদনে এ দাবি করার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।

কংগ্রেসের সাংসদ শশী থারুর বলছেন, এই খবর সত্যি হলে, দেশটির নিরাপত্তায় আঘাত আসতে পারে। পাকিস্তানের কাছে যে নোট জাল করা সহজ হয়ে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি অরুণ জেটলি এবং ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়লকে সর্তক করে বিষয়টি স্পষ্ট করার জন্য দাবি জানান।

তবে চীনা সংবাদমাধ্যমটির এ দাবি নাকচ করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তারা বলছেন, সমস্ত নোটই দেশের মাটিতে ছাপানো হয়। এ ঘটনায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে চীনের ওই সংবাদমাধ্যম দাবি করেছে, শুধু ভারত নয়, থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ব্রাজিল এবং পোল্যান্ডের ব্যাঙ্কনোট ছাপানোর দায়িত্বও পেয়েছে বেজিং। প্রতিবেদনে আরো বলা হয়, ওয়ান বেল্ট ওয়ান রোড় (ওবর) প্রকল্পের অন্তর্ভুক্ত অধিকাংশ দেশই তাদের ব্যাঙ্কনোট আমদানি করছে চীন থেকে। এই প্রকল্পের আওতায় এশিয়া, ইউরোপ, আফ্রিকা জুড়ে কমপক্ষে ৬০টি দেশ রয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!