• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিডিওতে দেখুন নারী নির্যাতন কাকে বলে


ফেসবুক থেকে ডেস্ক জানুয়ারি ২৯, ২০১৮, ০৬:৫৬ পিএম
ভিডিওতে দেখুন নারী নির্যাতন কাকে বলে

ঢাকা: প্রায়ই পাওয়া যায় গৃহকর্মী নির্যাতনের খবর। এমন অভিযোগে মামলাও হয়ে থাকে। তবে নির্যাতনের সরাসরি ভিডিও তেমন পাওয়া যায় না। এবার ফাঁস হয়ে গেল এক গৃহকর্মী নির্যাতনের ভিডিও। আর সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, এক নারী অপর এক নারীকে বারবার লাথি দিচ্ছেন। কোনো কোনো সময় ওই নারীর ওপর পুরো শরীরের ভর দিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। এ সময় নির্যাতিতা নারীর কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। তবে কোনো প্রতিবাদ করছেন না বা নিজেকে রক্ষার চেষ্টা করছেন না। 

এতেও ওই ‘দর্জাল’ নারী থামেননি, একপর্যায়ে লাঠি দিয়ে পেটাতে থাকেন। ঘটনাটি পাশের কোনো ভবন থেকে ধারণ করা হয়েছে। তবে এটি কি কোনো গৃহকর্মী নির্যাতন না অন্য কাউকে তা পরিস্কার নয়। যদিও চেতনা নামের একটি লাইক পেজ ভিডিওটি শেয়ার করার সময় গৃহকর্মী নির্যাতনের দাবি করেছে।

পেজটি লিখেছে, বৃদ্ধ ব্যক্তিটির ওপর অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। হয়ত বা কাজ একটু কম করেছে বা কাজে একটু ভুলই বা হয়েছে বা ভুল করে কিছু করে ফেলেছে তাই বলে এই ভাবে অত্যাচার?

ভিডিওতে দেখুন নির্যাতন কাকে বলে

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!