• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলায় ভয়াবহ খাদ্য সংকট


আন্তর্জাতিক ডেস্ক     জুন ৯, ২০১৬, ০৫:১২ পিএম
ভেনেজুয়েলায় ভয়াবহ খাদ্য সংকট

ভয়াবহ খাদ্য সংকটের মুখে পড়েছে ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ক্ষুধা নিবারণের জন্য মৌসুমি ফল বিশেষ করে আম খেয়ে কোনো রকমে দিনাতিপাত করছেন দেশটির জনগণ।

ভেনেজুয়েলার অর্থনীতি চরম বিপর্যয়ের কারণে দেশটিতে সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বিশ্ববাজারে তেলের দাম কম যাওয়াসহ বিভিন্ন কারণে অর্থনীতি সংকটে পড়েছে ভেনিজুয়েলা। 

কয়েকগুণ বেশি দামে খাবারসহ নিত্য পণ্য কিনছেন দেশটির নাগরকিরা। সুপারমার্কেটগুলোর সামনে দীর্ঘ লাইনে অপেক্ষার পর মিলছে চড়া মূল্যের খাদ্য-সামগ্রী। দক্ষিণ আমেরিকার এই দেশে আম, নারকেল ও পেয়ারার মত মৌসুমী ফল খেয়ে দিন কাটাতে হচ্ছে নাগরিকদের। 

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, আমগাছের নিচে দাঁড়িয়ে পাথর ছুঁড়ে আম পেড়ে খাচ্ছে শিশুরা। এতে অংশ নিচ্ছেন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীরাও।

৫৮ বছর বয়সী গার্সিয়া নামের এক নারী বলেন, এখন আমরা আর কিছুই ফেলি না, এমনকি আমের খোসাও না।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম 
 

Wordbridge School
Link copied!