• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ভয়কে জয় করেই দেশ স্বাধীন করেছিল বাঙালিরা’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৪, ২০১৬, ০৭:১১ পিএম
‘ভয়কে জয় করেই দেশ স্বাধীন করেছিল বাঙালিরা’

একাত্তর ও পঁচাত্তরের অশুভ শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাজধানীর গুলশানে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় বিভ্রান্ত কিছু যুবকরা রক্তাক্ত হামলা করেছে। ফারাজের মতো সাহসী বাঙালি সন্তানেরা কোনো ভয় পায়নি। ভয়কে জয় করেই দেশ স্বাধীন করেছিল বাঙালিরা।

রোববার (১৪ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মোহাম্মদ নাসিম বলেন, শান্তির ধর্ম ইসলামকে ব্যবহার করে যারা এসব রক্তাক্ত হামলা চালাচ্ছে, তাদের খুঁজে বের করতে হবে। দেখতে হবে, কারা কী কারণে জঙ্গি হামলা করছে। 

তিনি বলেন, পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যার যে সাহস করতে পারেনি, তা এ দেশের কিছু বিশ্বাসঘাতক করেছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা আজ এখানে এসে কথা বলতে পারতাম না। গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ তাঁর অবদান।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!