• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালিবাগ-মৌচাকে ৭ দিনের মধ্যে যান চলাচল স্বাভাবিক


নিজস্ব প্রতিবেদক জুন ৮, ২০১৬, ০৩:৩৬ পিএম
মালিবাগ-মৌচাকে ৭ দিনের মধ্যে যান চলাচল স্বাভাবিক

মালিবাগ ও মৌচাক এলাকার সড়কে যান চলাচল ৭ দিনের মধ্যে স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সব ধরণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তা অমান্য করলে ফ্লাইওভার নির্মাণ প্রতিষ্ঠান ও ওয়াসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৮ জুন) দুপুরে রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

নিমার্ণ প্রতিষ্ঠান ও ওয়াসার সমন্বয়হীনতায় এখানকার জনগণের ভোগান্তি বেড়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

এ সড়কে জনদুর্ভোগ কমাতে রাস্তা মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে ওয়াসা ও ফ্লাইওভার নির্মাণাধীন প্রতিষ্ঠানকে সময় বেধে দেন সেতুমন্ত্রী।

রাস্তায় পানি জমে যেনো দূর্ভোগ না বাড়ে সেজন্য তিন দিন সময় বেধে দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা।

এদিকে, মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণে ধীরগতির কারণে জনদুর্ভোগে নতুন মাত্রা যোগ করেছে বৃষ্টি। ভাঙা রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটায় একদিকে যেমন ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হচ্ছে অন্যদিকে ঘটছে দুর্ঘটনাও।

মন্ত্রীর আগমনকে সামনে রেখে মানববন্ধন করেন ব্যবসায়ীরা। তারা আগামী দুই দিনের মধ্যে মালিবাগ-মৌচাক সড়কে যান চলাচল স্বাভাবিক করতে মন্ত্রীর কাছে দাবি তুলে ধরেন।

নিজেদের মধ্যে সমন্বয় না থাকায় এখানে ভোগান্তি চরম আকার নিয়েছে বলেও এসময় জানান তারা।

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!