• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মিরপুরে রুবেল হত্যার প্রধান শাহিন গ্রেপ্তার


বিশেষ প্রতিনিধি এপ্রিল ২৩, ২০১৭, ০৮:৩৫ পিএম
মিরপুরে রুবেল হত্যার প্রধান শাহিন গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মিরপুরের আলোচিত সৈনিক লীগ নেতা রুবলে হত্যা মামলার প্রধান আসামি শাহিন ওরফে বরিশ্যাল্লা শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন ( পিবিআই)।

রোববার (২৩ এপ্রিল) বিকেলে কাফরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহিন কাফরুলসহ পুরো মিরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসীর মধ্যে অন্যতম বলে জানায় পুলিশ। পিবিআই-এর এসআই ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রমতে, ২০১৫ সালের ১০ আগস্ট রাতে ১৭০/এ পূর্ব কাজীপাড়ায় বাড়ির সামনে দুর্বৃত্তরা কাফরুল থানা সৈনিক লীগের সাধারণ সম্পাদক রুবেলকে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে শাহিন ওরফে বরিশ্যাল্লা শাহিনকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে বরিশ্যাল্লা শাহিন পলাতক ছিল। দীর্ঘদিন পর পিবআই গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।

এদিকে বরিশ্যাল্লা শহিনের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ অসংখ্য মামলা রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এমএইচএম

Wordbridge School
Link copied!