• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
সরকার বায়ু দূষণ কমাতে সপ্তাহে একদিন গাড়ি না চালানোর নির্দেশ

মেক্সিকোতে দেড় কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১২, ২০১৬, ১১:১৭ পিএম
মেক্সিকোতে দেড় কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত

মেক্সিকো সিটি ও এর আশেপাশে বায়ু দূষণ কমাতে ১ কোটি ৮০ লাখ গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১১ জুলাই) দেশটির সরকার এ কথা জানিয়েছে।

পরিবেশমন্ত্রী রাফায়েল পাচিয়ানো নগরীর সবুজ শোভা বাড়াতে ঐতিহাসিক বনায়নের উদ্যোগ নেন। বৃহত্তর মেক্সিকো সিটি এলাকায় তীব্র বায়ু দূষণ রয়েছে। চলতি বছরের মার্চ মাসে তা রেকর্ড পর্যায়ে পৌঁছে। এ অবস্থায় কর্তৃপক্ষ যানবাহনের চলাচল সীমিত করতে বাধ্য হয়।

এদিকে বায়ু দূষণ রোধে কর্তৃপক্ষ আরো কিছু পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এসবের মধ্যে রয়েছে ১০ বছরেরও বেশি সময়ের পুরনো এক হাজার ট্যাক্সির স্থলে উন্নত গাড়ি এবং মালামাল ও যাত্রীবাহী পরিবহণ নবায়নে কর্মসূচি জোরদার করা। এছাড়া দূষণ বিরোধী নিয়ম কানুনও কঠোর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকার বায়ু দূষণ কমাতে এপ্রিল ও ৩০ জুনের মধ্যে গাড়ি চলাচলে বিধি নিষেধ আরোপ করে। সকল গাড়িকে অন্তত সপ্তাহে একদিন চলাচল না করানোর নির্দেশ দেয়া হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

 

Wordbridge School
Link copied!