• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেয়র নির্বাচনে একক প্রার্থী দিবে ক্ষমতাসীন জোট


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৮, ০৭:০০ পিএম
মেয়র নির্বাচনে একক প্রার্থী দিবে ক্ষমতাসীন জোট

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট একক প্রার্থী দেবে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

সোমবার(১৫ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এ কথা জানান নাসিম। তিনি বলেন, ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে প্রার্থী ঘোষণা করবে ১৪ দল ঐক্যবদ্ধভাবে তাতে সমর্থন করবে এবং বিজয়কে নিশ্চিত করব।

ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে উপ-নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ। একই সঙ্গে ঢাকার দুই সিটিতে নতুনভাবে অন্তর্ভুক্ত ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর পদেও ভোট হবে।

বর্তমান সরকারের অর্জনকে আকাশচুম্বী দাবি করে নাসিম বলেন, সরকারের ভুল থাকতে পারে কিন্তু শেখ হাসিনার সরকারের সফলতা হলো হিমালয় তুল্য। সরকার অর্থনৈতিক, সামাজিক, জঙ্গিদমনেসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছে। একাত্তরের পরাজিত শক্তি দেশের উন্নয়ন মেনে নিতে পারে নাই। তারা বারবার চক্রান্ত করেছে, এখনও করছে। তাদের নেত্রী হলো খালেদা জিয়া।

বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দীপু মণি, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, আফজাল হোসেন, আব্দুস সবুর, রিয়াজুল কবীর কাওছার প্রমুখ।

জোট নেতাদের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আক্তার, তরিকত ফেড়ারেশনের মহাসচিব এমএ আউয়াল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!