• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ম্যারাডোনার হাঁটুর অবস্থা মারাত্মক, কেন এমন হলো?


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২০, ২০১৮, ০৬:৩০ পিএম
ম্যারাডোনার হাঁটুর অবস্থা মারাত্মক, কেন এমন হলো?

ফাইল ছবি

ঢাকা: ফুটবল ছাড়লেও নিয়মিত খবরের শিরোনাম হন তিনি। এই তো কিছুদিন আগে লিওনেল মেসিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছিলেন। এবার দিয়েগো ম্যারাডোনা সত্যি সত্যি নিজের কারণেই শিরোনাম হলেন। সাবেক কিংবদন্তি ফুটবলার এখন ভুগছেন হাড়ের বাতে। হাঁটতে প্রায় পারছেনই না। চিকৎসকরা জানিয়ে দিয়েছেন যে তাঁর দরকার অবিলম্বে হাঁটু প্রতিস্থাপনের।

ম্যারাডোনার অর্থোপেডিক সার্জন জারমান ওচোয়া আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস চ্যানেলে বলেছেন, ‘পায়ের হাড়গুলো একে অন্যের সঙ্গে ঘষা খাচ্ছে। অস্টিওআর্থারাইটিস বা হাড়ের গাঁটে গাঁটে বাত বেশ মারাত্মক পর্যায়ে। পা ফুলছে অনেকটা। ব্যথাও হচ্ছে।’ তবে অস্ত্রোপচার করানো হবে কিনা, সেই সিদ্ধান্ত ম্যারাডোনাকেই নিতে হবে বলে জানিয়েছেন তিনি।

ওচোয়ার মতে, ম্যারাডোনার হাঁটুতে আর কোনও কার্টিলেজ অবশিষ্ট নেই। বাত এতটাই ভয়াবহ অবস্থায় যে প্রতিস্থাপন করতেই হবে হাঁটু। বেশ কয়েক বছর ধরেই বাতে ভুগছেন ম্যারাডোনা। এখন হাঁটতে রীতিমতো কষ্ট হচ্ছে তাঁর।

১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী ম্যারাডোনা গত মাসে মেক্সিকোর দ্বিতীয় টিয়ারের ক্লাব ডোরাডাস ডি সিনালোয়াতে কোচ হিসেবে কাজ শুরু করেছেন।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!