• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যুব গেমস ফুটবলে রাজশাহী ও ঢাকার স্বর্ণপদক


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৪, ২০১৮, ০৯:৫৮ পিএম
যুব গেমস ফুটবলে রাজশাহী ও ঢাকার স্বর্ণপদক

ছবি: বাফুফের সৌজন্যে

ঢাকা: বাংলাদেশ যুব গেমসের ফুটবল ডিসিপ্লিনে বালক বিভাগে সিলেটকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে রাজশাহী বিভাগ। অপরদিকে বালিকা বিভাগে ময়মনসিংহকে পেছনে ফেলে স্বর্ণপদক জিতেছে ঢাকা।

বুধবার (১৪ মার্চ) কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বেলা ১১টার ম্যাচে বালিকা বিভাগের ফাইনালে ঢাকা ৩-১ গোলে ময়মনসিংহকে হারায়। ১৯ মিনিটে ময়নার আত্মঘাতি গোলে এগিয়ে যায় ঢাকা।

অবশ্য একই মিনিটে পাল্টা আক্রমণে মারুফার গোলে সমতায় ফেরে ময়মনসিংহ। কিন্তু ৮৩ মিনিটে শাহেদা এবং ৮৬ মিনিটে রতœার গোলে ব্যবধান বাড়ায় ঢাকার মেয়েরা। শেষ কয়েক মিনিটে সেই ব্যবধান টপকাতে পারেনি রৌপ্যজয়ী ময়মনসিংহ।

বেলা আড়াইটায় অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনালে রাজশাহী ৪-১ গোলে সিলেটকে হারিয়েছে। সিলেটের বিপক্ষে একাই দুই গোল করেন রাজশাহীর মিড ফিল্ডার মোহাম্মদ পিয়াস। যা দলটিকে স্বর্ণ জয়ের গৌরব এনে দিয়েছে।

পিয়াস ছাড়াও মোহাম্মদ আকাশ ও মোহাম্মদ সজিব একটি করে গোল করেছেন। ম্যাচের ৮৬ মিনিটে সিলেটের ফরওয়ার্ড আকাশের গোলে ব্যবধান কমায় সিলেট। ম্যাচ শেষে বাফুফের সহ-সভাপতি তাবিথ আউয়াল, নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী ও ইকবাল হোসেন স্বর্ণপদক জয়ী দুই দলের খেলোয়ড়ারসহ সিলেট বিভাগের রৌপ্যজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেয়ার পাশাপাশি পদকও তুলে দেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!